ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় শেখ হাসিনা ও সাবেক এসপিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
গাইবান্ধায় শেখ হাসিনা ও সাবেক এসপিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

গাইবান্ধা: গাইবান্ধায় ছাত্র-জনতার মিছিলে গুলি ও হত্যাচেষ্টার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পুলিশ সুপার কামাল হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি) আদালতে মামলাটি দায়ের করেন আহত ওয়াহেদুর রহমান (৪২)।  

পরে আদালতের বিচারক আব্দুল মতিন শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। মামলার বাদী ওয়াহেদুর রহমান সুন্দরগঞ্জ উপজেলার হলদিয়া গ্রামের দিল মোহাম্মদের ছেলে। তিনি পেশায় টেইলার মাস্টার।  

বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ানুল হক জানান, গত ৪ আগস্ট দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার কার্যালয়ের সামন দিয়ে সার্কিট হাউজে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থী-জনতার ওপর গুলি চালায় পুলিশ। এতে বাদী ওয়াহেদুর রহমান তার সঙ্গে থাকা রাশেদুজ্জামান আশিকসহ নাম না জানা অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তৎকালীন আওয়ামী সন্ত্রাসীরা গুলিবিদ্ধ শিক্ষার্থীদের ওপর হামলা করে হত্যা চেষ্টা চালায়। এক পর্যায়ে হাসপাতাল থেকে আহতদের বের করে দেওয়া হয়।

তিনি আরও জানান, বাদী ওয়াহেদুর রহমানের শরীরে ৯টি জায়গায় গুলিবিদ্ধ হওয়ায় দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে আসার পর আদালতে হাজির হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলার আবেদন করেন। পরে আদালতের বিচারক আব্দুল মতিন মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

এই মামলায় অন্য আসামিরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম, সদর থানার সাবেক ওসি মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মণ্ডল, জেলা যুবলীগের সভাপতি সর্দার সাঈদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব, জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক মামুন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।