ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ফেনীতে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ফেনী: দীর্ঘ এক যুগের বেশি সময় পর ফেনীর প্রধান সড়কে বর্ণাঢ্য র‍্যালি করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।  

রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি শহরের বড় মসজিদ থেকে শুরু হয়ে ট্রাংক রোড, মিজান রোড, কলেজ রোড, জেল রোড ও খেজুর চত্বর প্রদক্ষিণ করে আবার বড় মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।  

র‍্যালির উদ্বোধনী বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে। তবে অনেকে অনেক গল্প করলেও এ আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নেতাকর্মী ও তারেক রহমান পাশে ছিল বলেই ফ্যাসিবাদের পতন হয়েছে।

এর আগে পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, জাতীয় নির্বাহী কমিটির গ্রাম-সরকার বিষয়ক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব।  

কর্মসূচিতে আরও অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, এয়াকুব নবী, গাজী হাবিব উল্ল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।