ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় আ. লীগের ৩৩ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
নাটোরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় আ. লীগের ৩৩ নেতাকর্মী আটক

নাটোর: নুর হোসেন দিবস পালনের নামে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির আশঙ্কা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৯ নভেম্বর) দিনগত রাত থেকে রোববার (১০ নভেম্বর) দুপুর পর্যন্ত জেলার সাতটি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক সরদার, নলডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো, সাহেব আলী, সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গনী ভুইয়া, সিংড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম রেজা, লালপুর উপজেলার মাঝগ্রামের আমজাদ প্রামাণিকের ছেলে মুসা আলী, জামরুল ইসলাম, নাওদাড়া গ্রামের মৃত রহমানের ছেলে আমিরুল, রামকৃষ্ণপুরের মিরাজ মালিথার ছেলে রিপন আলী।  

এছাড়া নলডাঙ্গা, বড়াইগ্রাম, সদর, সিংড়া থানার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন।

নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী পুলিশ জানতে পারেন একটি চক্র সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে তৎপর হয়ে উঠেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শনিবার দিনগত রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৩ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।