ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে যুব অধিকার পরিষদের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে যুব অধিকার পরিষদের নিন্দা

ঢাকা: সুইজারল্যান্ডের জেনেভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ।

শুক্রবার (০৮ নভেম্বর) এ ঘটনার প্রতিবাদে সংগঠনটি রাজধানীর বিজয় নগর এলাকায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

 

মশাল মিছিল শেষে সমাবেশে নেতারা বলেন, জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে হয়রানিকারী অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। জড়িতদের পাসপোর্ট বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় নেতারা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা পূরণে দেশ ও জনগণের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, গণঅধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।  

সমাবেশ পরিচালনা করেন অর্থ সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।