ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের স্রোত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
নয়াপল্টনে বিএনপি নেতা-কর্মীদের স্রোত ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির র‍্যালি আজ। দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এটি।

এরই মধ্যে নয়াপল্টন এলাকায় ভিড় করছেন দলের নেতা-কর্মীরা।  

সরেজমিনে দেখা যায়, নয়াপল্টন ও তার আশপাশের এলাকার অলিগলিতে বিএনপি নেতা-কর্মীরা অবস্থান করছেন। ঢাকা মহানগরসহ আশপাশের নেতারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন এলাকায় আসছেন। কেউ কেউ স্লোগান দিচ্ছেন।

পূর্ব ঘোষিত র‍্যালিটি কাকরাইল মোড়, মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

জুমার নামাজ শেষে নয়াপল্টন কার্যালয়ের সামনে র‍্যালির উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাপনী বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।