ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

অক্টোবর বিপ্লব অফুরন্ত প্রেরণার উৎস: সিপিবি সভাপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
অক্টোবর বিপ্লব অফুরন্ত প্রেরণার উৎস: সিপিবি সভাপতি

ঢাকা: শ্রমিক শ্রেণিসহ মেহনতি মানুষের কাছে, বিপ্লব প্রত্যাশী মানুষের কাছে অক্টোবর বিপ্লব অফুরন্ত বিপ্লবী প্রেরণার উৎস বলে উল্লেখ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর পরানা পল্টনে মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭তম বার্ষিকী উপলক্ষে সিপিবি আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহ আলম বলেন, মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব নতুন তাৎপর্য নিয়ে সারা দুনিয়ার শোষিত-মেহনতি মানুষকে আজও উদ্দীপ্ত করে চলেছে। শোষণ, বৈষম্য, নিপীড়ন ও পুঁজিবাদের বিরুদ্ধে সারা বিশ্বে মানুষের লড়াই তীব্র হচ্ছে। শ্রমিক শ্রেণিসহ মেহনতি মানুষের কাছে, বিপ্লব প্রত্যাশী মানুষের কাছে অক্টোবর বিপ্লব অফুরন্ত বিপ্লবী প্রেরণার উৎস।

সিপিবি সভাপতি বলেন, বাংলাদেশে শ্রমিক শ্রেণি অধিকার বঞ্চিত। শোষণ-বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে তুলতে হবে। সর্বত্র শ্রমজীবী মানুষের আধিপত্য কায়েম করতে হবে। অক্টোবর বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করে বিপ্লবী আন্দোলনকে অগ্রসর করতে হবে।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রারম্ভিক আলোচনা উত্থাপন করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান।

সভায় আরও বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ আল ক্বাফি, কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল।   

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।