ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
নাটোরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

নাটোর: পূর্ব বিরোধের জের ধরে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেনকে (৩০) কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত আমির হোসেন একই এলাকার বাসিন্দা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তার নিয়ে আমির হোসেনের সঙ্গে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিনের বিরোধ রয়েছে। এরই জের ধরে দুপুরে লক্ষ্মীপুর বাজারে বিএনপি নেতা শামসুদ্দিনের সমর্থকরা স্বেচ্ছাসেবক দল নেতা আমির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ওসি বলেন, এর আগে শামসুদ্দিনের ছেলে উজ্জ্বলকে মারপিট করেছিলেন আমিরের পক্ষের লোকজন। এ নিয়ে সদর থানায় একটি মামলা রয়েছে। কুপিয়ে জখম করার ঘটনায় কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।