ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করছিল শেখ হাসিনা: নয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করছিল শেখ হাসিনা: নয়ন

সিরাজগঞ্জ: যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিগত ১৬ বছরে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী দলের ওপরে জুলুম নিপীড়ন চালিয়ে গুম খুনের ইতিহাস রচনা করে রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করছিল।   

রোববার (০৩ নভেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাস ইউনিয়ন বাজার, সদর ধানগড়া বাজার, সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বর, এসএস রোড কাজীপুর উপজেলায় আলমপুর মোড়সহ বিভিন্ন স্থানে ‘ধানের শীষ’ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে ও পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। আমাদের রাজনীতি হবে সাম্যের ও মানবিকতার। মনে রাখবেন, গত ১৬ বছর হাসিনাসরকারের কর্মকাণ্ডে মানুষ ক্ষিপ্ত ছিল। ফলে ফ্যাসিস্ট হাসিনাসরকারের পতন হয়েছে। সেটি আমাদের উপলব্ধি করতে হবে। আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করতে হবে। কাজেই এখন থেকেই আপনারা নিজেদের সেভাবে প্রস্তুত করুন।

নয়ন আরও বলেন, গত ৫ আগস্টের পর দেশে বিএনপির মিছিল-মিটিংয়ে শতশত মানুষের উপস্থিতি হয়। আমাদের খেয়াল রাখতে হবে, যাতে আওয়ামী লীগের কোনো চিহ্নিত দালাল, চাঁদাবাজ এবং দুর্বৃত্ত মিছিলে ঢুকতে না পারে। গত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে বিএনপির অনেক নেতাকর্মী নিজেকে যোগ্য প্রমাণ করেছেন। কিন্তু নতুনদের ভিড়ে সেই নেতারা যাতে হারিয়ে না যায়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।  

আগামীতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাম্যের ও মানবিকতার সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচন পর্যন্ত সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

পথসভার আগে নুরুল ইসলাম নয়ন জনগণের মধ্যে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তার সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।