ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

শামা ওবায়েদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, বোয়ালমারীতে প্রতিবাদ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
শামা ওবায়েদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, বোয়ালমারীতে প্রতিবাদ মিছিল

ফরিদপুর: বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমান ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদের সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে বোয়ালমারীর যদুনন্দী ও পরমেশ্বরর্দী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

পরে মিছিলটি ময়েনদিয়া বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী ময়েনদিয়া রোডে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশ হয়।

এর আগে গত ৩০ অক্টোবর বিকেলে বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তা পুরান বাসস্ট্যান্ডে কৃষকদলের আয়োজনে এক জনসভায় কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম কুরুচিপূর্ণ বক্তব্য দেন।  

যদুনন্দী ইউনিয়নের বড় খাড়দিয়ার বিএনপি নেতা ইলিয়াস কাজীর সভাপতিত্বে বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হাসান সজীবের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন- সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মো. আসাদ মাতুব্বর, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, ফরিদ হোসাইন, পরমেশ্বরর্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, পরমেশ্বরর্দী ইউনিয়ন বিএনপির নেতা আক্কাস মাতুব্বর, সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আজিজুল ইসলাম, বড় খাড়দিয়ার বিএনপি নেতা মো. টুলু মিয়া, সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা শাখাওয়াত হোসেন জয়নাল, বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. উজ্জ্বল মুন্সী সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ৩০ অক্টোবর বুধবার বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের চৌরাস্তা পুরান বাসস্ট্যান্ডে কৃষকদলের আয়োজনে এক জনসভায় কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন তারা।  

তারা আরও বলেন, খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারী উপজেলা বিএনপিকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আঁতাত করে বিএনপির নেতাদের নামে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ এখনই খন্দকার নাসিরুল ইসলামকে বহিষ্কার করে ওই এলাকা থেকে তাকে প্রত্যাহার করে নেন। তা না হলে খন্দকার নাসিরুল ইসলামের কারণে বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গার বিএনপি ধ্বংস হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।