ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের মতবিনিময়

ফরিদপুর: ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কলেজটির শহর ক্যাম্পাসে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে এবং ছাত্রদলের নেতা ও সাধারণ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ, কাজী শামসুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতু, আরেফিন কায়েস মাহমুদসহ ফরিদপুর জেলা ও মহানগর এবং রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।

সভায় রাজেন্দ্র কলেজের নেতা ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আগামী দিনের-বাংলাদেশ কেমন হবে, ছাত্র-ছাত্রীরা কেমন বাংলাদেশ দেখতে চায় এসব বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা নেতাদের কাছে তুলে ধরেন। তাছাড়া রাজেন্দ্র কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা, রাজেন্দ্র কলেজে যাতে অতীতের মতো বৈষম্য না থাকে এবং যাতে ছাত্র-ছাত্রী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ‌সে ব্যাপারেও আলোচনা করা হয়।

এ সময় কেন্দ্রীয় নেতারা ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি সহমত প্রকাশ করেন এবং তাদের দাবি পূরণের আশ্বাস দেন।

সভায় তারা বলেন, আগামীর বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন, শোষণমুক্ত ও মানবিক মর্যাদাপূর্ণ একটি নতুন বাংলাদেশ। যেখানে কোনো প্রতিহিংসার রাজনীতি থাকবে না।

এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের দলে দলে ছাত্রদলের পতাকাতলে যোগদানের আহ্বান জানান।  

সভায় ছাত্র নেতাদের মধ্যে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান প্রতিশ্রুতি সম্বলিত একটি পুস্তিকা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।