ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

হাসিনার নির্যাতন আল্লাহ সহ্য করেননি: টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
হাসিনার নির্যাতন আল্লাহ সহ্য করেননি: টুকু

সিরাজগঞ্জ: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনার নির্যাতন আল্লাহ তায়ালাও সহ্য করে নাই। আল্লাহ নির্যাতনকারীকে নির্যাতন করতে দেয়, দেখে নির্যাতন তার কবে শেষ হয়।

সেদিন তাকে ধরে ফেলেন।

হাসিনা তার বাড়া ভাতটুকু খেতে পারেনি। সেই ভাত জনগণ খেয়েছে। জনরোষের ভয়ে শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়েছে।  

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সদর থানা বিএনপি আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আব্দুল আলীম ও যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইউপি থেকে শুরু করে সংসদ নির্বাচনে কোনো মানুষ ভোট দিতে পারেনি। তারা ১৬টা বছর খুন, গুম-রাহাজানিসহ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে। আজ তাদের পতন হয়েছে। আওয়ামী লীগের আমলে কোনো মিছিল-মিটিং করতে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, হাসিনার আদালত আমাকে নয় বছর জেল দিয়েছিল। আমি ঘোষণা দিয়েছিলাম আমি তার জেলে যাব না। ভেবেছিলাম দেশের মাটিতে আসতে পারব না। আমার লাশের মুখ দেখবে সিরাজগঞ্জের মানুষ। জনগণের দোয়া ও ভালোবাসায় আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন। আমি আপনাদের আমৃত্যু গোলাম। অহংকার দেখাবেন না, অহংকারের মালিক একমাত্র আল্লাহ। অহংকার দেখালে হাসিনার মতো পরিণতি হবে।

সমাবেশ শেষ শহীদ আব্দুল আলীম ও রঞ্জুর পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেন ইকবাল হাসান মাহমুদ টুকু।  

সদর থানা বিএনপির সভাপতি রফিক সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নাজমুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।