ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পৃথিবীতে কোনো স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি: বকুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
পৃথিবীতে কোনো স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি: বকুল

নরসিংদী: নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, পৃথিবীতে কোনো স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি। জনগণ তাদের টেনে হেচঁড়ে নামিয়েছে।

ফ্যাসিবাদী হাসিনা জানতেন না আপনার পতন হবে অত্যন্ত লজ্জাজনকভাবে।  

শনিবার (২ নভেম্বর) বিকেলে নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন বিএনপির আয়োজনে রাজারবাগ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার প্রধানের উদ্দেশে তিনি বলেন, আপনি ব্যর্থ হয়ে বিদায় হোন এটা আমরা চাই না। আপনার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামি এটাও চাই না। আপনি অতি দ্রুত বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দেন এটাই আমরা চাই।

এ সময় তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সীমাহীন নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, ১৬ বছর এলাকায় আসতে পারিনি। কবর জিয়ারত করতেও যদি এলাকায় আসতাম ফ্যাসিস্ট সরকার পুলিশ লেলিয়ে দিত। আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না। আমাদের বাকরুদ্ধ করে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার।

প্রশাসনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসররা ঘাপটি মেরে বসে আসে। তাদের সাবধান করে দিতে চাই।

জনসভায় আগত হাজার হাজার জনগণের উদ্দেশে তিনি বলেন, নির্বাচন হবে, খুব শিগগিরই নির্বাচন হবে। আল্লাহর ওপর ভরসা করে বলি ইনশাআল্লাহ বিএনপি নির্বাচনে বিজয়ী হবে।

আমলাব ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল আউয়াল ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. খলিল উল্লাহ তপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম.এ কাদের জলিল, মনোহরী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রশিদ সরকার দোলন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এ সময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় বক্তরা দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলাা প্রত্যাহারেরও দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।