ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: শ্রমিকদল সভাপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: শ্রমিকদল সভাপতি

ব্রাহ্মণবাড়িয়া: শেখ হাসিনা ক্ষমতায় থাকতে না পেরে দেশের স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন।  

শনিবার (০২ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শ্রমিকদলের সাংগঠনিক কর্মী সভায় এ মন্তব্য করেন তিনি।

 

আনোয়ার হোসাইন বলেন, খুনি হাসিনার পতনের আন্দোলনে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শেখ হাসিনা চেয়েছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে। কিন্তু হঠাৎ পতনের বিষয়টি শেখ হাসিনা মেনে নিতে পারছেন না। তাই বর্তমানে যে শান্তিপূর্ণ সহবস্থান ও স্থিতিশীলতা রয়েছে তা নস্যাৎ ও ধূলিসাৎ করতে শেখ হাসিনা নানাভাবে ষড়যন্ত্র করছেন। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে হটাতে ও স্থিতিশীলতাকে ব্যর্থ করতে কখনও ডাকাত আবার কখনও আনসার হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।  

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে অস্থির হয়ে আছেন। কিন্তু রাক্ষসী শেখ হাসিনা যাতে আর দেশে ফিরতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নির্বাচন কখন হয় জানা নেই। কারণ যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কারণ যে যেটা পায় সেটা ভোগ করতে চায়।  

শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, শ্রমিকদলের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অপকর্মের কলঙ্ক নেই। তাই যারা চাঁদাবাজি, দখলবাজিসহ অপকর্ম করতে আসবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণের সেবায় প্রতিটি নেতাকর্মী কাজ করলে আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে।  

সভায় জেলা শ্রমিকদলের সভাপতি মো. হেবজুল বারীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন। বিশেষ বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সদস্য সচিব বদরুল আলম সবুজ।  

এসময় স্বাগত বক্তব্য দেন জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা। সভায় বিভিন্ন উপজেলা থেকে শ্রমিকদলের নেতারা অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।