ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের গুজব ছড়াচ্ছেন ট্রাম্প: ডা. জাহিদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের গুজব ছড়াচ্ছেন ট্রাম্প: ডা. জাহিদ

সিলেট: ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ‘মিথ্যা গুজব’ ছড়াচ্ছেন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।  

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিশেষ গোষ্ঠীর ভোট টানতেই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছেন।

বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে আমেরিকার মতো স্কুলে গুলি আর মানবতা লঙ্ঘন হয় না। এ দেশের মানুষ সবাই সমান, কোনো সংখ্যালঘু-সংখ্যাগুরু নেই।  

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সিলেটের কুমারপাড়া একটি কমিউনিটি সেন্টারে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের উদ্যোগে এ সভা আয়োজিত হয়।

সভায় সম্প্রতি বাংলাদেশ প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া তিনি বলেন, বাংলাদেশ যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাধীন হয়েছিল, ফ্যাসিবাদী আচরণের জন্য আওয়ামী লীগ তাকে লক্ষ্যচ্যুত করেছে। শুরুতেই দেশকে কুক্ষিগত করতে একদলীয় বাকশালি শাসন কায়েম করতে চেয়েছিল। তবে দলমত নির্বিশেষে আপামর মানুষের প্রতিরোধের মুখে তারা তা তখনও পারেনি, এখনও পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

তিনি বলেন, বাঙালির ঐক্যের যদি একটিও দিন থেকে থাকে, তা হলো ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিনটি দেশের আপামর মানুষকে এক করেছিল। বাঙালির এই ঐক্যের শক্তিকে কাজে লাগিয়েই আগামীর বাংলাদেশ গড়তে হবে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ নতুনভাবে প্রাণ পেয়েছিল। এরমধ্যে দিয়ে জাতীয় অগ্রগতি উন্নয়নের সূচনা হয়। বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। বিপ্লবের এই মহান দিনটিকে মনেপ্রাণে ধারণ করতে হবে। এই চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। খাতাপত্র থেকে মুছে ফেলা হলেও দেশের মানুষের মন থেকে মুছে দেওয়া যায়নি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে এদেশের মানুষ ভালোবাসে বলেই সিপাহি জনতা বন্দিদশা থেকে মুক্ত করে তাকে ক্ষমতায় বসিয়েছিলেন। এর মাধ্যমে কঠিন সময়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। কল্যাণ-অগ্রগতির নতুন দ্বার উন্মোচিত হয়েছিল। আমাদের নতুন প্রজন্মের কাছে বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব তুলে ধরতে হবে। তাহলে দেশ জাতি উপকৃত হবে।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (এসপিপি) সিলেটের উদ্যোগে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসপিপি সিলেটের আহ্বায়ক বিশিষ্ট পেশাজীবী নেতা ডা. শামীমুর রহমান।

এসপিপির সিলেটের সদস্য সচিব প্রফেসর ডা.শাহনেওয়াজ চৌধুরী ও আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো: মোজাম্মেল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. ছিদ্দিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, ডা. নাজমুল ইসলাম,  সিনিয়র আইনজীবী আশিক উদ্দিন, সাংবাদিক বদরুদ্দোজা বদর প্রমুখ।  

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রফেসর ড সাজেদুল করিম, প্রফেসর প্রকৌশলী  ড মোহাম্মদ ইকবাল, ডা: জিয়াউর রহমান চৌধুরী, সাংবাদিক খালেদ আহমদ,  অ্যাডভোকেট বদরুল ইসলাম চৌধুরী, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যাপক ফরিদ আহমদ, প্রফেসর ড আতাউর রহমান সিকৃবি), প্রফেসর ড. রাশেদ হাসনাত, প্রফেসর এমদাদুল হক, প্রফেসর ড মাহবুব ইকবাল, প্রফেসর ড সালমা আক্তার, প্রফেসর আবদুল আজিজ, অ্যাডিশনাল পিপি আল আসলাম মুমিন, ডা: জামিল আহমদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সদস্য।  

শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের পর জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ০১, অক্টোবর ২০২৪
এনইউ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।