ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মেহেরপুর: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলমকে গ্রেপ্তার করেছে  অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১২।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে র‌্যাবের পৃথক দুটি টিম দুজনের বাড়িতে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গাংনী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এবং অ্যাডভোকেট একেএম শফিকুল আলম ২০০৯ সালে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।  

র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার জন্য তারা দুজন নিজ নিজ বাড়িতে আওয়ামী লীগের লোকজন নিয়ে ষড়যন্ত্র করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।  

তাদের পরে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

গাংনী থানার সূত্র জানান, বুধবার তাদের ১৬১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।  

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান এমএ খালেক গা ঢাকা দিলেও যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একে এম শফিকুল আলম বাড়িতেই ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।