ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
সিরাজগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল নেতা সুমন হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা এনামুল করিম লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২৬ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যাণ মোড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লিমন জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।  

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, এনামুল করিম লিমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদল নেতা সুমন হত্যা মামলার এজাহার নামীয় আসামি। তাকে শনিবার রাতে গ্রেপ্তার করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

জানা যায়, গ্রেপ্তার এনামুল করিম লিমন এক সময় ছাত্রদলের নেতা ছিলেন। পরবর্তীতে তিনি ছাত্রলীগে যোগ দেন এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের পদে দায়িত্ব পালন করেন। তার বাবা অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুবদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।  

এসব বিষয়ে জানতে চাই অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলালের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো জবাব না দিয়ে ফোন কেটে দেন।  

সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তার এনামুল করিম লিমন অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলালের ছেলে। তবে সে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে। ছাত্রদল নেতা সুমন হত্যা মামলায় সে এজাহার নামীয় আসামি।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।