ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

তালায় জলাবদ্ধ সাড়ে ৪শ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
তালায় জলাবদ্ধ সাড়ে ৪শ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ  

সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় জলাবদ্ধ সাড়ে চারশ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বিএনপি। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দেওয়ানী পাড়া ও লাউতারা গ্রামের সাড়ে চারশ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে জলাবদ্ধ পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তেতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মিনাল কান্তি, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল মান্নান মোড়ল, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার, সদস্য সচিব মন্টু প্রমুখ।

এ সময় হাবিবুল ইসলাম আগামী এক মাসের মধ্যে নদী-নালা কাটিয়ে জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।