ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ওয়ার্ড আ.লীগের সভাপতি সাবেক সিসিক কাউন্সিলর মোস্তাক গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
ওয়ার্ড আ.লীগের সভাপতি সাবেক সিসিক কাউন্সিলর মোস্তাক গ্রেপ্তার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমদ,

সিলেট: সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমদকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

মোস্তাক আহমদ নগরের মাছিমপুর দোয়েল-১৪ বাসার মৃত মঈন উদ্দিনের ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার (এএসপি) মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য ‍নিশ্চিত হওয়া গেছে।

মোস্তাক আহমদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপরে হামলার ঘটনায় এসএমপির মামলা (২৭(৮)’২৪) রয়েছে বলে জানায় র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।