ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকসহ সব হত্যার বিচার হবে:  নুরুল ইসলাম নয়ন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকসহ সব হত্যার বিচার হবে:  নুরুল ইসলাম নয়ন 

লালমনিরহাট: যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকসহ সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। গত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীরা কোনো সভা সমাবেশ করতে পারেনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা যুবদল আয়োজিত লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।  

সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে এসব লিফলেট বিতরণ করা হয়।

যুবদল নেতা নুরল ইসলাম নয়ন আরও বলেন, আওয়ামী লীগের মতো যেন বিএনপির কোনো নেতাকর্মী অনিয়মের সঙ্গে জড়িত না হয়, সে দিকে নজর রাখবেন। দলের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না।  

মানুষের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।  

লিফলেট বিতরণ অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি ভিপি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক হাসান আলী, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক হাতীবান্ধা উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান দবি, আতোয়ার রহমান কিরণ, যুবনেতা আনিসসহ ইউনিয়নের যুবদলের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।