ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ইতিহাস বলে শেখ মুজিব স্বাধীনতা চাননি, মন্তব্য জয়নুল আবদিন ফারুকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
ইতিহাস বলে শেখ মুজিব স্বাধীনতা চাননি, মন্তব্য জয়নুল আবদিন ফারুকের বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো স্বাধীনতা চাননি বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেছেন, ইতিহাস বলে যে শেখ মুজিবুর রহমান কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি।

তিনি জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।

সোমবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক এ কথা বলেন। ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আগামী নির্বাচন ও তারেক রহমান’ শীর্ষক এ সভার আয়োজন করে ‘প্রতিবাদ’ নামে একটি সংগঠন।

সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত কর্মসূচি নিয়েছিলেন। সম্প্রতি শেখ হাসিনার একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। সে থেকে বোঝা যায়, তিনি আবার দেশের ক্ষমতায় আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। তাই আজকে সব মানুষের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশের সব সাংবিধানিক বৈধ প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিলেন। দেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছিলেন। সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২৪
ইএসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।