ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিবের গাড়িতে আগুন

পিরোজপুর: পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুর মাইক্রোবাস আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে লাভলুর বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।

 

জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু বলেন, রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ আগুন দেখে চিৎকার  করে নিজেরাই আগুন নিভিয়ে ফেলি। আগুনে গাড়ির দুটি টায়ার ও ভেতরের কিছু অংশ পুড়ে গেছে। পুড়ো গাড়িটি পুড়ে না গেলেও গাড়িটি অকেজো হয়ে গেছে।  

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ধারণা করা হচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতা লাভলুর ক্ষতি করতে গভীররাতে এমন ঘটনা ঘটিয়েছে। এমনকি  তারা তাদের অবস্থান জানান দিতে এমন ঘটনা ঘটাতে পারে।
  
জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১১-৭২৫১ নোয়াহ মডেলের গাড়িটি তার পারিবারিকভাবে ব্যবহারের জন্য। গাড়িটি তার  পিরোজপুর পৌরসভার উত্তর পাড়ার বাড়িতে রাখা ছিল।  

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোবহান হোসেন বলেন, খবর পেয়ে গিয়েছিলাম।  অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।