ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

রোববার ঢাকায় সমাবেশ করবে বিএনপি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
রোববার ঢাকায় সমাবেশ করবে বিএনপি 

ঢাকা: ‘বিশ্ব গণতন্ত্র দিবস’ উপলক্ষে আগামী রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় সমাবেশ করবে বিএনপি।  

দলটির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাবেশ সফল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সমন্বয়ক করে একটি কমিটি করা হয়েছে।

দলটির নির্ভরযোগ্য সূত্র মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ১৫ সেপ্টেম্বর বিশ্ব গণতন্ত্র দিবসে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
টিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।