ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তিতে ব‌রিশা‌লে বিএনপির আনন্দ মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
খালেদা জিয়ার মুক্তিতে ব‌রিশা‌লে বিএনপির আনন্দ মিছিল 

ব‌রিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাওয়ায় বরিশালে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি।  

বুধবার (৭ আগস্ট) দুপু‌রে নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়দুল হক চান ও মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহিনসহ অন্যরা।  

সমাবেশে বিএনপির নেতারা জনগণের জানমাল রক্ষায়, শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সমাবেশ শেষে একটি আনন্দ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।