ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

দেশবাসীকে শান্ত থাকার আহ্বান ফখরুলের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
দেশবাসীকে শান্ত থাকার আহ্বান ফখরুলের 

ঢাকা: শেখ হাসিনার সরকারের পতনের মাধ্যমে সৃষ্ট পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

সোমবার (৫ আগস্ট) দুপুরে সেনা সদরদপ্তরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

বৈঠক সুন্দর হয়েছে বলেও উল্লেখ করেন ফখরুল।

বৈঠকের বিষয়ে তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। আমরা এখন রাষ্ট্রপতির কাছে যাবো, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা করবো। আপনারা আমাদের ওপর আস্থা রাখুন।

এ সময় আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
টিএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।