ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে আওয়ামীপন্থি আইনজীবীদের সঙ্গে আন্দোলনের সমর্থক আইনজীবীদের বাগবিতণ্ডা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
লক্ষ্মীপুরে আওয়ামীপন্থি আইনজীবীদের সঙ্গে আন্দোলনের সমর্থক আইনজীবীদের বাগবিতণ্ডা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আওয়ামীপন্থি আইনজীবীদের সঙ্গে কোটা আন্দোলন সমর্থিত আইনজীবীদের বাগবিতণ্ডা হয়েছে। এতে কোটাপন্থি আইনজীবীদের পূব ঘোষিত কর্মসূচি পণ্ড হয়ে যায়।

বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণে থাকা জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আওয়ামীপন্থি আইনজীবীদের অভিযোগ ছিল- কোটা আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে সাধারণ শিক্ষার্থীদের এনে জড়ো করেছে কোটাপন্থিরা। একই দাবি ছিল উপস্থিত পুলিশ সদস্যদের। তবে কোটাপন্থি  আইনজীবীদের দাবি- আইনজীবী সমিতি ভবনের ভেতরে থাকা লোকজন মামলা সংক্রান্ত বিষয়ে আদালতে এসেছে। তারা কোটা আন্দোলন কর্মসূচিতে আসেনি।

পরে পুলিশ আইনজীবী সমিতি ভবনের ভেতরে গিয়ে তল্লাশি করে। এ সময় অনেক আইনজীবীদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সোয়া ১২টার দিকে কোটাপন্থি  আইনজীবী ও লক্ষ্মীপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি নুর মোহাম্মদ কয়েকজন আইনজীবীকে সঙ্গে করে কোটা আন্দোলনের কারণে আটক শিক্ষার্থী ও ভিপি নুরুল হক নুরের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করার উদ্যোগ নেয়। তারা কয়েকটি প্ল্যাকার্ড নিয়ে আইনজীবী সমিতির সামনে দাঁড়ান। এ সময় পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে বলেন। তবে আইনজীবী সমিতি ভবনের ভেতরে থাকা সাধারণ শিক্ষার্থীদের বের করে দেওয়ার অনুরোধ জানান। এসময় আইনজীবী নুর মোহাম্মদ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশকে বাধা না দিতে অনুরোধ করেন এবং আইনজীবী ছাড়া তাদের সঙ্গে সাধারণ শিক্ষার্থী নেই বলে দাবি করেন।

সে মুহূর্তে আইনজীবী নুর মোহাম্মদের হাত থেকে হ্যান্ড মাইক ও প্ল্যাকার্ড কেড়ে নেন লুৎফর রহমান গাজী নামে আওয়ামীপন্থি এক আইনজীবী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোল দেখা দেয়। এক পক্ষ অন্য পক্ষকে উদ্দেশ্য করে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন উভয় পক্ষকে শান্ত করেন। পরে কোটাপন্থি  আইনজীবীদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।

এদিকে, লক্ষ্মীপুর জেলা জজ আদালতকে ঘিরে সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তা ছিল। আদালতের পূর্ব এবং পশ্চিম গেট বন্ধ করে দিয়ে গেটের বাইরে এবং ভেতরে অবস্থান নেয় পুলিশ। আদালত প্রাঙ্গণেও বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। আদালত প্রাঙ্গণ ছাড়াও জেলা শহরের ঝুমুর, চকবাজার, উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনীসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সরকারি বিভিন্ন অফিসের ফটক বন্ধ থাকতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।