ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
পিরোজপুরে ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

পিরোজপুর: কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পিরোজপুরে ছাত্রদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে পিরোজপুর শহরের সিও অফিস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিকর সম্পাদক মো. সালাউদ্দিন কুমার, সহ-সভাপতি মো. মাহাদি হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাওন হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তহিদুল ইসলাম।  

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সাধারণ ছাত্র-ছাত্রীদের মতো সঙ্গত দাবির আন্দোলনকে রাজনৈতিক রং লাগিয়ে সরকার তা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। আর এ কারণেই অন্যায়ভাবে সারা দেশের মতো পিরোজপুরে ছাত্রদলের ওই চার সিনিয়র নেতাকে পুলিশ গ্রেপ্তার করছে।

জানা গেছে, ওই সব ছাত্রদলের নেতারা দুপুরে কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়াকালে শহরের সিও অফিস এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

তবে থানা পুলিশের দাবি তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার   অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন কুমারের মা জানান, তার ছেলে শহরে যাওয়ার কালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।