ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বৈষম্য বাড়ানোর জন্য আমরা যুদ্ধ করি নাই: নজরুল ইসলাম খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
বৈষম্য বাড়ানোর জন্য আমরা যুদ্ধ করি নাই: নজরুল ইসলাম খান

ময়মনসিংহ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের প্রধান সমন্বায়ক নজরুল ইসলাম খান বলেছেন, হাতে গোনা কিছু মানুষ অনেক সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে, অন্যদিকে কোটি কোটি মানুষ আরও দরিদ্র হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। এ রকম বৈষম্য বাড়ানোর জন্য তো আমরা স্বাধীনতা যুদ্ধ করি নাই।

শনিবার (৬ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী শ্রমিকদলের ‘বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণের পটভূমি ও প্রয়োজনীয়তা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই বলেই নির্বাচন হয় না। ফলে দেশে বৈষম্য আরও বেড়েছে। আজকে আমরা যারা হালাল রোজগার করি আমাদের সংসার চলে না। ক্ষমতার মোহে ক্ষমতাসীনরা জনগণের আশা আশঙ্কা ধ্বংস করে দিয়েছে।  

তিনি আরও বলেন, বাংলাদেশে সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি নিজেকে শ্রমিক হিসেবে গর্ববোধ করতেন। দেশে সাত কোটি ৩৫ লাখ শ্রমিক-কর্মচারী। কিন্তু তাদের গুরুত্ব নেই। জাতীয় সংসদে একজন মাত্র শ্রমিক নেতা আর ৭০ ভাগ এমপি হয় ব্যবসায়ী নেতা। শতকরা আশি ভাগই কোটিপতি। এই অবস্থা চলতে থাকলে এই সংসদ ও সরকারের কাছ থেকে কোনো সুবিধা পাওয়ার আশা নেই। কারণ এই সরকারের ভোটের দরকার হয় না। ভোটাধিকার নিশ্চিত করতে হলে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।

এর আগে সকাল থেকে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিকদলের প্রধান সমন্বায়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।  

কর্মশালার শুভ উদ্বোধন করেন জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন।  

এসময় শুভেচ্ছা বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শ্রমিকদলের বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ আব্দুস সোবহান ও জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন।

কর্মশালায় আরও বক্তব্য দেন- বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।  

এছাড়াও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ এই কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহের ৬টি জেলার শ্রমিকদলের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।