ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুন ১১, ২০২৪
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের পক্ষ থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাপত্র পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে শুভেচ্ছাপত্র পাঠানো হয়েছে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাপত্র বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুন ১১, ২০২৪
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।