ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় মাইক্রোবাস থেকে গুলি, ছাত্রদল নেতা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুন ৩, ২০২৪
কুমিল্লায় মাইক্রোবাস থেকে গুলি, ছাত্রদল নেতা আহত

কুমিল্লা: কুমিল্লা নগরে মাইক্রোবাস থেকে ছোড়া গুলিতে ফখরুল ইসলাম তুহিন নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন।  

ফখরুল ইসলাম তুহিন কুমিল্লা নগরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক।

 

রোববার (২ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা নগরের লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে একটি মাইক্রোবাস থেকে তুহিনকে লক্ষ্য করে একটানা আট-১০ রাউন্ড গুলি করেন কয়েকজন যুবক। এরপর গাড়িটি বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যায়।  

এদিকে গুলির ঘটনা শুনে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি ফিরোজ হোসেন জানান, গুলির ঘটনায় ছাত্রদলের দুটি পক্ষ মামলা করার জন্য থানায় এসেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জুন ৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।