ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

তারেক জিয়াকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে: পরশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মে ২৮, ২০২৪
তারেক জিয়াকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে: পরশ

নড়াইল: যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে, এটা এ সময়ের দাবি।  

মঙ্গলবার (২৮ মে) দুপুরে পায়রা ও বেলুন উড়িয়ে নড়াইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

 

সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা এসময় জাতীয় সংগীত ও নাচ পরিবেশন করেন।  

এসময় তিনি আরও বলেন, বিএনপি সব সময়ই ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, যুবলীগ কর্মীরা সজাগ থাকলে জামায়াত-বিএনপির সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।  

নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম।  

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল।  

জেলা যুবলীগের আহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ  মাশরাফি বিন মর্তুজা, ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরী, নড়াইল-০১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালসহ অনেকে।

দীর্ঘ ২৮ বছর পর জেলা যুবলীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।