ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মে ১৬, ২০২৪
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ: জেলার আড়াইহাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১২ মে দুদকের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, আড়াইহাজারের ১ নভেম্বর ২০২৩ সালের একটি মামলায় উনি আসামি। উনি আজ আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।