ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনের মুক্তির দাবিতে থানা ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ৭, ২০২৪
সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনের মুক্তির দাবিতে থানা ঘেরাও

পাবনা: পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাড়িতে টাকা নিয়ে ঘোরার অভিযোগে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনসহ আটক ১১ জনের মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা।  

মঙ্গলবার (৭ মে) ভোর থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করতে থাকেন।

এসময় শাহীনকে দ্রুত মুক্তি না দেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

পরে দুপুরের দিকে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়।  

এদিকে শাহিনুজ্জামান শাহীনকে মুক্তির দাবিতে সুজানগর পৌরসভার সব রাস্তাঘাট কাঠের গুঁড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হয়। দোকানপাট, হোটেল, রেস্তোরাঁও বন্ধ করে দেওয়া হয়।  

সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদাউস আলম ফিরোজ বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে চেয়ারম্যান প্রার্থী শাহীনুজ্জামান শাহীনকে আটক করা হয়েছে। এ বিষয়টি সুজানগরবাসী কোনোভাবেই মেনে নিতে পারছে না।  
একটি মহল নিজেদের পরাজয় জেনে এমন ষড়যন্ত্র করছে। তবে ষড়যন্ত্র করেও বিজয় ঠেকাতে পারবে না।  

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। কয়েকশ’ মানুষ থানার সামনের রাস্তায় শুয়ে, দাঁড়িয়ে বিক্ষোভ ও অবরোধ করেছেন। তাদের শান্ত করা হয়েছে।

সোমবার (৬ মে) রাত সাড়ে ১২টার দিকে সুজানগরের চর ভবানীপুরের নির্বাচনী এলাকা থেকে ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে
প্রায় ২৩ লাখ টাকাসহ উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনসহ ১১ জনকে আটক করে র‌্যাব। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়েছে।


ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে বুধবার (৮ মে) সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব (মোটরসাইকেল প্রতীক) এবং সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা (আনারস প্রতীক) করছেন।  

এলাকায় আধিপত্য বিস্তার, পদ্মা নদীর বালুমহাল দখলসহ নানা বিষয় নিয়ে দুজনের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। দলীয় নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে দুজনের পক্ষে মাঠে নেমেছেন। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হুমকির অভিযোগ তুলছেন। গত ২৩ এপ্রিল ও গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।