ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মে ৬, ২০২৪
১১ মে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে ১১ মে (শনিবার) রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে যুবদল।  

সোমবার (০৬ মে) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার নেতাদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বিকেলে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না। এতে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।  

ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় (ভার্চ্যুয়ালি) এতে বক্তব্য রাখেন যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক আবদুল করিম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, মে ০৬, ২০২৪
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।