ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

লালপুরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, মে ১, ২০২৪
লালপুরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

নাটোর: নাশকতার পরিকল্পনার অভিযোগে নাটোরের লালপুরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে লালপুর উপজেলার দুই নম্বর ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম জানা সম্ভব হয়নি।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে বলেন, রাতে শিবনগর এলাকায় কলেজের পেছনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নাশকতার মামলা করা হয়েছে। সকালে আসামিদের নাটোর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ০১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।