ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নিজেদের প্রতিষ্ঠানের কর্মকর্তাকে বিজয়ী করতে মাঠে নেমেছেন এমপির দুই ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মে ১, ২০২৪
নিজেদের প্রতিষ্ঠানের কর্মকর্তাকে বিজয়ী করতে মাঠে নেমেছেন এমপির দুই ভাই

সিরাজগঞ্জ: নিজ শিল্প প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকারকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে আপন দুই ভাইকে মাঠে নামানোর অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মমিন মণ্ডলের বিরুদ্ধে।  

বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম সরকারের দোয়াত কলম প্রতীকের প্রচারণায় সরাসরি মাঠে নেমেছেন এমপির দুই ভাই।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকার শেরনগর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রার্থীর এক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মণ্ডল গ্রুপের পরিচালক ও আব্দুল মমিন মণ্ডলের ভাই আব্দুল আলীম মণ্ডল। অনুষ্ঠানে তার অপর ভাই জুবায়ের মণ্ডলও বক্তব্য দেন।

শেরনগরের নির্বাচনী মতবিনিময় সভায় জুবায়ের মণ্ডল বলেন, এমপির সঙ্গে যদি উপজেলা চেয়ারম্যানের সমন্বয় না থাকে, সেখানে উন্নয়ন সম্ভব না। বেলকুচির মানুষ ভুল করবেন না। দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামকে বিজয়ী করবেন। এভাবেই তিনি ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামকে এমপির মনোনীত প্রার্থী বলে ইঙ্গিত দিয়ে প্রচার করছেন।  

অন্য প্রার্থীদের অভিযোগ, নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তাকে বিজয়ী করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন এমপি মমিন মণ্ডল। সেই সঙ্গে তার ভাইদেরও মাঠে নামিয়েছেন।  

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মীর সেরাজুল ইসলাম বলেন, দলের নির্দেশ রয়েছে, কোনো এমপি-মন্ত্রী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রার্থীর প্রচারণা করতে পারবেন না। অথচ আব্দুল মমিন মণ্ডলের ভাইয়েরা সরাসরি আব্দুল মমিনের কথা বলে দোয়াত কলমের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এমপির নির্দেশেই তারা প্রচার চালাচ্ছেন। আমি ছোটবেলা থেকে রাজনীতি করছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে তার সমস্যা। তাই নিজের কর্মচারীকে উপজেলা চেয়ারম্যান বানিয়ে ইচ্ছেমতো উপজেলা পরিষদ নিয়ন্ত্রণ করবেন তিনি।  

মীর সেরাজুল আরও বলেন, ইঞ্জিনিয়ার আমিনুল এমন কথাও বলে বেড়াচ্ছেন যে দুই হাজার ভোট পেলেও তিনি পাস। ভোটারদের মধ্যে এখন আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন।  

অপর প্রার্থী বদিউজ্জামান ফকিরের (প্রতীক: মোটরসাইকেল) প্রধান নির্বাচনী সমন্বয়ক মাসুদ ফকির বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও এমপির ভাইয়েরা একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন, যেটা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। এমপি আব্দুল মমিন মণ্ডল সরাসরি আমিনুল ইসলামকে সমর্থন করেছেন।  

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস বলেন, এমপি দলের নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যানদের ডেকে নিয়ে তার প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। বাধ্য হয়েই অনেক ইউপি চেয়ারম্যান আমিনুলের পক্ষে কাজ করছেন।  

এ বিষয়ে জানতে এমপি আব্দুল মমিন মণ্ডলের ভাই ও মণ্ডল গ্রুপের পরিচালক জুবায়ের মণ্ডলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমিনুল সাহেব মণ্ডল গ্রুপে আমার ইউনিটে চাকরি করত। এজন্য আমি তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। এমপি সাহেবের নির্দেশে নয়। আমি এখানকার একজন ভোটার, আমার নাগরিক অধিকার আছে কারও পক্ষে কাজ করার। আমি আমিনুল সাহেবের জন্য কাজ করছি, এমপির ভাই হিসেবে চিন্তা করছেন কেন? আমি যে কাউকে সাপোর্ট করতে পারি, আমি এ ভোটার, সেভাবেই চিন্তা করেন।

এ বিষয়ে বক্তব্য নিতে এমপি আব্দুল মমিন মণ্ডলের মোবাইল ফোনে বার বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, মে ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।