ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বুকে ব্যথার কারণে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে বুকে ব্যথা অনুভব করায় এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর তার এনজিওগ্রাম করা হলে সেখানে সবকিছু স্বাভাবিক পাওয়া যায়।

বর্তমানে তিনি সুস্থ আছেন বলে তার পুত্র অয়ন ওসমানের করা একটি ভিডিওতে শামীম ওসমান নিজেই জানিয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি জানান অয়ন ওসমান। এ সময় একটি ভিডিওতে শামীম ওসমানকে হাসপাতালের শয্যায় শুয়ে থাকতে দেখা যায়। তবে তিনি সুস্থ আছেন বলে ভিডিওতে বার্তা দেন।

এদিকে শামীম ওসমানের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।