ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মিরপুরে পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
মিরপুরে পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড

ঢাকা: রাজধানীর মিরপুরে পুলিশের বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড হয়ে গেছে। এ সময় চার থেকে পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-৬ নম্বর সেকশনে মাদরাসায়ে দারুল উলুম কমপ্লেক্সের সামনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।  

নাম প্রকাশে অনিচ্ছুক মিরপুর মডেল থানার এক উপ-পরিদর্শক বাংলানিউজকে বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদকসহ চার-পাঁচজনকে আটক করা হয়েছে।  

ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, অনুমতি না থাকায় বিএনপিকে মিছিল করতে দেওয়া হচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।