ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কালো পতাকা মিছিল থেকে পুলিশ হেফাজতে মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
কালো পতাকা মিছিল থেকে পুলিশ হেফাজতে মঈন খান

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানকে হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে দলের কালো পতাকা মিছিল থেকে পুলিশ তাকে হেফাজতে নেয়।

 

এ ছাড়া জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বেশ কয়েকজন নারী নেতাকর্মীকেও হেফাজতে নিয়েছে পুলিশ।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার। এদিন সারা দেশে ‘কালো পতাকা’ মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।  

দলটি জানায়, ঢাকায়ও সাতটি জায়গায় এ মিছিল হবে। ঢাকার কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতাদের থাকতে বলা হয়।

‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ বিএনপি এ কর্মসূচি দেয়।

এ কর্মসূচিতে অংশ নেন আবদুল মঈন খান। পুলিশ তাকে হেফাজতে নিলেও গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।

এদিকে ২৯ অক্টোবর থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪

এসজেএ/টিএ/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।