ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি গ্রেপ্তার

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কোমরপুর বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আব্দুস সামাদ মণ্ডল পলাশবাড়ী উপজেলা সর্বাঙ্গ ভাদুরিয়া গ্রামের আফসার মণ্ডলের ছেলে।

পলাশবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আব্দুস সামাদ আট মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে স্থানীয় কোমরপুর বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।