ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিবচরে আরও চমকপ্রদ উন্নয়ন হবে: চিফ হুইপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
শিবচরে আরও চমকপ্রদ উন্নয়ন হবে: চিফ হুইপ

মাদারীপুর: ধারাবাহিকভাবে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন,  শিবচরে আরও চমকপ্রদ উন্নয়ন হবে।

টানা সাতবার নির্বাচিত হয়ে সংসদীয় এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

তিনি বলেন, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড়।

রোববার (৭ জানুয়ারি) রাতে ফলাফল ঘোষণার পরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চিফ হুইপ এ অভিমত প্রকাশ করেন।

এসময় চিফ হুইপ বলেন, শিবচরের মানুষ আমাকে টানা সাতবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবার সবচেয়ে বেশি ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আমার ওপর মানুষ আস্থা রেখেছেন, ভালোবাসেন তারা আমাকে। আমার বাবাকেও তিনবার নির্বাচিত করেছিলেন শিবচরের মানুষ। সবাই মিলে এবার যেভাবে আমাকে ভোট দিয়েছেন আমি ঋণী ও কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, আমি চেষ্টা করবো আগে যেভাবে উন্নয়ন করেছি, সেভাবে কাজ করার। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হওয়ায় শিবচরের উন্নয়ন আরও চমকপদ্র হবে!

রোববার রাতে সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী একথা বলেন। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।