ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ভোট দিয়ে আইভী বললেন, শেখ হাসিনার জন্য ভোট দিলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোট দিয়ে আইভী বললেন, শেখ হাসিনার জন্য ভোট দিলাম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার জন্য ভোটটা দিলাম, এখানে নৌকা তো নেই, তবু শেখ হাসিনার কথায় ভোট দিতে এসেছি।  

রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে তার বাড়ির পাশে দেওভোগ শিশুবাগ স্কুল কেন্দ্রে তিনি ভোট দিতে যান।

 

পরে ভোটকেন্দ্র থেকে বের হয় সেলিনা হায়াৎ আইভী নেতা-কর্মীদের বলেন, তোমরা শেখ হাসিনার কথা চিন্তা করে ভোট দাও। যারা এখনো ভোট দাওনি দ্রুত ভোট দাও। যেহেতু আমাদের প্রার্থী নেই তাই মন খারাপের কিছু নেই।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহমেদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এমআরপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।