ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াত আবারো আগুন দিয়ে মানুষ হত্যা করছে: নাছিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
বিএনপি-জামায়াত আবারো আগুন দিয়ে মানুষ হত্যা করছে: নাছিম আ ফ ম বাহাউদ্দিন নাছিম

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারো ট্রেনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করছে।

শনিবার (৬ জানুয়ারি) ধানমন্ডিতে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি ৷

বাহাউদ্দিন নাছিম বলেন, আওয়ামী লীগের জনমতের প্রতি শ্রদ্ধা আছে।

জনগণের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই, তাই তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে৷ 

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ও হতাহতের ঘটনা প্রসঙ্গে বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আগুন সন্ত্রাস মানুষকে সাময়িক বাধা দিলেও তারা ভোটাধিকার নিয়ে সচেতন বলেই ভোট কেন্দ্রে যাবেন। যারা দেশের নাশকতার রাজনীতি করে সেই বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারো ট্রেনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করছে। এতেও থেমে না থেকে করছে মিথ্যাচার, চলছে উদর পিণ্ডি বুদোর ঘাড়ে দেওয়ার অপচেষ্টা।  

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন হরতাল ডেকেছে বিএনপি। এরই মধ্যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগে চারজন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এসকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।