ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কোনো ষড়যন্ত্র নৌকা আটকাতে পারবে না: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
কোনো ষড়যন্ত্র নৌকা আটকাতে পারবে না: শিল্পমন্ত্রী

নরসিংদী: নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের প্রায় ২০ হাজার কর্মীসমর্থক নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে মনোহরদী বাসস্ট্যান্ডে সমাবেশ শেষে গণমিছিল বের হয়।

মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় সড়কে নৌকার সমর্থনে গণজোয়ার নেমে আসে। নৌকার সমর্থকরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন।

সভায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, অনেকে ষড়যন্ত্রের বেড়াজালে আটকে আছেন। আপনারা তাদের থেকে বের হয়ে আসেন। কোনো ষড়যন্ত্র নৌকাকে আটকাতে পারবে না। দেশের মানুষের কাছে নৌকা ছাড়া বিকল্প নেই।

শিল্পমন্ত্রী বলেন, মন্ত্রী হয়ে সারাদেশের ন্যায় নরসিংদী জেলার উন্নয়ন করেছি। এসব উন্নয়ন বিএনপি- জামায়াতের লোকজন উন্নয়ন দেখলেও আমার দলের কিছু জ্ঞানপাপী এসব উন্নয়ন দেখে না, তারা দেখবেও না।  স্বাধীনতার পক্ষের শক্তি এবং তরুণ সমাজ আজ ঐক্যবদ্ধ। তরুণ সমাজ জানে কীভাবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।

নৌকার গণমিছিল উপলক্ষে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে মনোহরদী বাসস্ট্যান্ডে এসে জড়ো হয়। বিকাল ৩টায় কানায় কানায় পূর্ণ হয় সভাস্থল। এ সময় নেতাকর্মীদের মিছিলে মুখর হয়ে উঠে সভা প্রাঙ্গণ।

সভায় কথা হয় চালাকচর ইউনিয়নের হাফিজপুর থেকে আসা নৌকার সমর্থক কৃষক গোলাপ মিয়া সঙ্গে। তিনি বলেন, হুমায়ুন ভাই আমাদের এমপি হলেও তিনি জাতীয় নেতা। নেত্রী তাকে ভাইয়ের মতো দেখে। ওনি মন্ত্রী হওয়ার পর এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ ও মাদরাসা মন্দিরের উন্নয়ন করেছেন। তাই মুখের কথা নয় আমরা বাস্তব প্রাপ্তিতে বিশ্বাস রাখতে চাই।

উপজেলার চরমান্দালিয়া থেকে আসা নৌকার আরেক সমর্থক আক্কাছ আলী বলেন, আমাদের পাশের পুরাতন ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গিয়েছিল। সেই নদী মন্ত্রী খনন করে দেওয়ায় এখন সারা বছর নদীতে পানি থাকে। সেই পানি আমরা জমিতে ব্যবহার করতে পারি। সারের কোনো অভাব হয় না। ওনার আগে অনেকে এমপি হলেও কেউ কৃষকের কথা ভাবেনি। তাই কৃষকদের বন্ধু শিল্পমন্ত্রী হুমায়ুন ভাইকে আমরা আবারও ভোট দিয়ে এমপি বানাতে চাই।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ,যুগ্ম সাধারণ সম্পাদক মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন ও বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমশের জামান ভূঞা রিটন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।