ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ইসলামী আন্দোলনের মিছিলে বাধা, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
ইসলামী আন্দোলনের মিছিলে বাধা, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি

ঢাকা: দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল, বর্তমান সংসদ ভেঙে দেওয়া এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের এ কর্মসূচির আগে স্মারকলিপি প্রদান পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে।

সমাবেশ শেষে রাষ্ট্রপতি ভবন অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করলে দৈনিক বাংলা মোড়ে তাদের বাধা দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এ সময় কোনো রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১টায় দলটির মিছিল এ বাধার সম্মুখীন হন। এ সময় দলটির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে মিছিলটি বন্ধ করা হয় এবং সাত সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা করেন।

এর আগে দলটির কর্মসূচি ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।  

কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এইচএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।