ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নির্বাচন বর্জনের ডাক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
নির্বাচন বর্জনের ডাক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া: নির্বাচন বর্জনের ডাক দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপির নেতারা।  

রোববার (৩১ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার কাছাইট বাজার, কাঞ্চনপুরসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নেতারা নির্বাচনকে অবৈধ দাবি করে তা বর্জন করতে সবার প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, গোলাম সারোয়ার খোকন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি লিটন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।