ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

সিরাজগঞ্জ: ৭ জানুয়ারির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের কালিবাড়ী বাজার এলাকায় জেলা বিএনপির নেতারা লিফলেট বিতরণ করেন।

এ সময় নেতারা ৭ জানুয়ারির নির্বাচনকে অবৈধ ও একতরফা দাবি করে ভোটকেন্দ্রে না যেতে স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধ করেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন ও সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।  

এর আগে বৃহস্পতিবার সকালে শহরের ধানবান্ধি বিকেলে রেলগেট ও মালশপাড়া এলাকায় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ