ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

চোরের মতো লিফলেট ছড়ায় বিএনপি: লিপি ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
চোরের মতো লিফলেট ছড়ায় বিএনপি: লিপি ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, আল্লাহর কাছে আমাদেরও জবাব দিতে হবে। কর্মের ফল দুনিয়াতেই পাবে।

সাত তারিখে ভোটকেন্দ্রে উপস্থিতির মাধ্যমে ওদের জবাব দেবেন। বিএনপি এখন চার থেকে পাঁচজন নিয়ে চোরের মতো লিফলেট ছড়ায়। ঘরে ঘরে যাওয়ার সাহস তাদের নেই। তারা ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে চায়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তল্লা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তার ছেলে অয়ন ওসমানও সেখানে বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, যিনি উন্নয়ন করে তার পাশে যদি আমরা না থাকি তাহলে ভবিষ্যতে আর কেউ উন্নয়নের জন্য এগিয়ে আসবে না। কারণ তারা ভাববে উন্নয়ন না করেও ভোট পাওয়া যায়। এর আগের কয়েকবার এখানে এসেছিলাম। সে সময় এখানে কোনো রাস্তা ছিল না। শামীম ওসমান সাহেব রাস্তা, গ্যাস, ইলেক্ট্রিসিটি এনে দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি এখন মানুষ পুড়িয়ে আবারও কলা কৌশলে নেমেছে। কয়েকদিনের জন্য মানুষ পোড়ানো বন্ধ রেখেছে। জনগণের আন্দোলন করতে গিয়ে জনগণকে পুড়িয়ে মারা তাদের কাছে কোনো ব্যাপার না। বাসে আগুন দেওয়ার সময় চিন্তা করে না ওই বাসে বিএনপির কেউ আছে কীনা। ক্ষমতার জন্য ওরা যেকোনো কিছু করতে পারে। আমরা সচেতন না হলে এ পুড়ে যাওয়া মানুষগুলো বিচার পাবে না।

তিনি আরও বলেন, আমরা বিচারে ভুল করলে যে যেই দলই করেন কাল আপনার সন্তানও কষ্ট পাবে। তাই ওদের থামাতে হবে৷ ওদের প্রতিহত করতে হবে।

তিনি বলেন, উন্নয়নের জন্য প্রতিবাদের জন্য ভোট চেয়ে গেলাম। ভোট দিতে যাবেন। যদি মনে করেন আমার কথা সত্য তাহলে ভোট দেওয়া নিয়ে পিছপা হবেন না। যেন বিদেশি অতিথিরা এসে দেখতে পায় আমাদের জনগণ কতটা সচেতন, সাবধান ও প্রতিবাদী।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।