ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপার নীলফামারী জেলা সহ-সভাপতিকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
জাপার নীলফামারী জেলা সহ-সভাপতিকে অব্যাহতি

নীলফামারী: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নীলফামারী জেলা জাতীয় পার্টির (জাপা) সহ-সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি কর্তৃক স্বাক্ষরিত সাংগঠনিক আদেশে এ তথ্য জানা গেছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

সূত্র জানায়, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাপার প্রার্থী হয়েছেন দলটির সহ-সভাপতি ও জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির আপন ভাগনে আহসান আদেলুর রহমান আদেল। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠে নেমেছেন নীলফামারী জেলা জাপার সহ-সভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিক। তার প্রতীক কাঁচি।

এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম বলেন, এখনও কোনো চিঠি পায়নি। যদি অব্যাহতি দিয়ে থাকে, এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার। আমি জনগণের জন্য ভোট করছি, কোনো দলের জন্য নয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।