ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
রোববার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

ঢাকা: রংপুর মহানগরে রোববার (২৪ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি ও সহযোগী তিন সংগঠন।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের সই করা এক বার্তায় হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান ও সদস্যসচিব মাহফুজ উন-নবীর মুক্তির দাবিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ হরতালের ডাক দিয়েছে।

বিজ্ঞপ্তিতে হরতাল কর্মসূচি সফল করার জন্য রংপুর নগরবাসীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন নবী চৌধুরী ও সদস্যসচিব আতিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্যসচিব নুর হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক ইমরান খাঁন ও সদস্যসচিব রবিউল ইসলাম।

এর আগে ২০ নভেম্বর নাশকতার মামলায় মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন-নবী, জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান, মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জহির আলম, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান, যুবদলের কর্মী আরিফ হোসেনসহ ৫ জনকে ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।

এর আগে গত ২৯ অক্টোবর রংপুরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে নাশকতার চেষ্টার অভিযোগে মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান ও সদস্যসচিব আইনজীবী মাহফুজ উন-নবীসহ তিনজনকে আটক করা হয়। ওই দিন আরও ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।