ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে ইশরাকের নেতৃত্বে লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
রাজধানীতে ইশরাকের নেতৃত্বে লিফলেট বিতরণ

ঢাকা: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে দয়াগঞ্জ মোড় থেকে যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোড়ের মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণের সময় গণতন্ত্র পুনরুদ্ধার, বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে জনসাধারণকে রাজপথে নামার আহ্বান জানান ইশরাক হোসেন।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুল আজিজ, রাম সাহা, মো. মনিরুজ্জামান, আমির হোসেন, নুরু মাদবর, মোহাম্মদ মুখলেস, সূত্রাপুর থানা নেতা দেলোয়ার হোসেন মোল্লা, ৪২ নং ওয়ার্ড সভাপতি কাজী কাইয়ুম, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, ৪৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়েজ, ৪৪ নং ওয়ার্ড সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপ, ছাত্রদল নেতা মোহাম্মদ সাঈদ, কাউসার হোসেন, ফাহিম হোসেন, যুবদল নেতা রুবেল আহমেদ ও অ্যাডভোকেট নাসরিন বেগম।


বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।